Dua in times of anxiety and stress (দুশ্চিন্তার সময়ে)

 

bakara286

[su_spoiler title=”Transliteration”]Rabbanā Lā Tuuākhidhnā In Nasīnā Aw Akhţa’nā  ۚ Rabbanā Wa Lā Taĥmil `Alaynā Işrāan Kamā Ĥamaltahu`Alal-Ladhīna Min Qablinā ۚRabbanā Wa Lā Tuĥammilnā Mā Lā Ţāqata Lanā Bihi ۖ Wa`fu`Annā WaghfirLanā Warĥamnā  ۚ Anta Mawlānā Fānşurnā `Alal Qawmil-Kāfirīn [/su_spoiler]

‘হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদের অপরাধী কোরোনা। হে আমাদের প্রতিপালক আমাদের পুর্ববর্তিগনের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ কোরোনা। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ কোরোনা যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন কর, আমাদের ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর, তুমি আমাদের অভিভাবক। অতএব সত্য প্রত্যাখ্যানকারী  সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের জয়যুক্ত কর।’    [ সুরা বাকারা (২) : ২৮৬)

“Our Lord, do not condemn us if we forget or make mistakes; our Lord, and lay not upon us a burden like that which you laid on those before us. Our Lord, and burden us not with that which we have no strength to bear. And pardon us; and forgive us; and have mercy on us. You are our Protector, so help us triumph over the disbelieving people.”    [Sura Al-Baqara (2) : 286]

 

anbiya87

[su_spoiler title=”Transliteration”]Lā Ilāha Illā Anta Subĥānaka Innī Kuntu Minaž-Žālimīn[/su_spoiler]

‘তুমি ব্যতীত কোনো উপাস্য নেই , তুমি পবিত্র, মহান , নিশ্চয়ই আমি সীমালংঘনকারী।’    [সুরা আম্বিয়া (২১) :৮৭]

“There is no God except You, exalted and glorified are You, surely, I have been of the wrongdoers.”  [Sura Al-Anbiyaa (21) : 87]