Introduction

[su_column]

In the name of Allah, the Most Gracious, the Most Merciful 

In Islamic terms, the Arabic word ‘Dua’ means supplication to Allah; a humble personal prayer that embodies faith, hope and sincere plea. Everyday, Muslims finish their five daily prayers (Salāt) with Dua for this life and hereafter. But Dua doesn’t have to be confined to Salāt, we can make Dua anytime and almost anywhere. In times of trouble, distress or anxiety, we feel the most pressing need for Dua to seek help from Allah. Only Allah, the All-Knowing, the All-Powerful, can provide us relief from any adversity. During good times, Dua can express our gratitude and devotion.

To show us how to properly make Dua in various needs, numerous concise Duas are mentioned in the Quran, which are as pertinent now as ever before. A few of these Duas are recited by all Muslims at the end of their Salāt. But some of us may not be aware, how many more Duas we can learn from the Quran.

Many people say Dua in their own words.There’s probably nothing wrong with that; but you may wonder if you have asked for the right thing or in the right way. When we say a Dua learnt from Quran, there is no scope of such apprehension. Because Allah Himself has revealed these Duas in the Holy Quran, so that the followers of Prophet Muhammad (PBUH) may learn, how to request or beg Allah in various situations. The following ayat is an instance:

‘Surely we will test you with something of  fear, hunger and loss of wealth, lives and fruits; but give good news to the patient ones. Those who, when misfortune strikes them, say, “Indeed we belong to Allah and indeed to Him we will return.” Those are the ones on whom are blessings from their Lord and mercy. And they are the guided ones.’  [Sura Al-Baqara (2) :155 – 157]

‘And whatever you have of favour – is from Allah. Then when adversity touches you, to Him you cry for help.’  [Sura An-Nahl (16):53] 

In our journey through life, there are times when we face devastation, loss or some other crisis, which make us feel helpless, powerless. In such difficult times, our first resort should be Dua. Because Allah hears our prayers and answers when the time is right. In the meantime, Dua helps us to overcome our fear and anxiety and to emerge stronger from the wake of any tragedy or setback. We must keep praying and remember that, Allah has promised to respond to our call:

‘Indeed I am near. I respond to the invocation of the supplicant, when he calls upon Me.’   [Sura Al-Baqara (2) :186]

Your Lord says, “Call upon Me, I will respond to you.” [Sura Mumin (40): 60]

InshaAllah, learning the Duas from Quran and reciting them accordingly, will help us in both good times and bad times, to receive mercy, guidance and blessings from Allah.

[/su_column]

অনন্ত করুনাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

ইসলামের পরিভাষায়, ‘দোয়া’ শব্দটির প্রচলিত অর্থ হচ্ছে আল্লাহকে আহবান করে কিছু চাওয়া। প্রত্যেক ধর্মপরায়ণ মুসলিম প্রতিবার নামাজের শেষে, সৃষ্টিকর্তা আল্লাহর কাছে দোয়া করেন। তবে বিপদ-আপদ, দুঃখ-কষ্ট, রোগ-শোক আর দুর্ভাবনা এর সময়ে দোয়ার প্রয়োজন সবচেয়ে বেশি অনুভূত হয় । যখন প্রতিকুল পরিস্থিতি আমাদের ভারাক্রান্ত করে, তখন দোয়ার মাধ্যমেই আমরা আল্লাহর শরণাপন্ন হতে পারি।এক এবং অদ্বিতীয় আল্লাহই আমাদের ভরসা, আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা ।

জীবনের কোন প্রয়োজনে, কিভাবে বিনয়াবনত হয়ে আমরা আল্লাহকে আহবান করতে পারি, তা অজস্র অনতিদীর্ঘ দোয়ার আকারে, কোরআনের বিভিন্ন সূরায় উল্লেখিত আছে। অনুরূপ কয়েকটি দোয়া, নামাজের শেষে সব মুসলিমই  পাঠ করেন; তবে আমাদের অনেকেরই হয়ত জানা নেই, আরো কতো দোয়া আমরা সরাসরি পবিত্র কোরআন থেকে শিখতে পারি। 

সর্বশক্তিমান আল্লাহ অন্তর্যামী, এই বিশ্বাসে মানুষ আপন মনে নিজের মত করেও অনেক সময় দোয়া করে; এতে কোনো দোষ হয়ত নেই, তবে প্রশ্ন থাকতে পারে, যা চাওয়া হলো ঠিকভাবে চাওয়া হলো কিনা বা কবুল হবার উপযুক্ত হলো কিনা । কোরআন এ উদ্ধৃত দোয়ার  আশ্রয় নিলে এ চিন্তার কোনো অবকাশ থাকেনা ; কারণ মহান আল্লাহই পবিত্র কোরআনে এসব দোয়া বর্ণনা করেছেন, যাতে মহানবী(সা:) এর অনুসারীরা শিখতে পারে; বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে দোয়া করলে, করুণাময় আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন এবং দয়া করবেন।  সুরা বাকারায় আল্লাহ বলেছেন:

“নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন, প্রাণ ও ফল-ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব; তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও। তারাই ধৈর্যশীল যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে, ‘আমরা তো আল্লাহরই জন্য এবং নিশ্চিতভাবে তারই দিকে ফিরে যাব।’ এই সকল লোকের প্রতি তাদের প্রতিপালকের নিকট থেকে দয়া বর্ষিত হয় এবং এরাই সৎপথ পাবে।”   [সুরা বাকারা (২): ১৫৫-১৫৭]

‘তোমরা যে সমস্ত অনুগ্রহ ভোগ কর, তা তো আল্লাহরই নিকট হতে, আবার যখন দুঃখ দৈন্য তোমাদের স্পর্শ করে তখন তোমরা তাকেই বিনীতভাবে আহবান কর।’    [সুরা নাহল (১৬): ৫৩]

জীবনে মাঝে মাঝে এমন সময় আসে যখন দুঃসহ যন্ত্রণা, উদ্বেগ, উৎকণ্ঠা বা হতাশা আমাদের আচ্ছন্ন করে, অসহায়, নিরুপায় বোধ হতে থাকে, এইসব মুহুর্তে মুক্তির একমাত্র উপায় – বিশ্বাস না হারিয়ে আল্লাহর কাছে দোয়া করা। তিনি আর্তের আহবানে সাড়া দেন এবং যথাসময়ে দুর্দশা লাঘব করেন। পবিত্র কোরআনে দয়াময় আল্লাহ স্বয়ং আমাদের আশ্বস্ত করেছেন:

“আমি ত কাছেই আছি। যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই।”   [সুরা বাকারা (২): ১৮৬]

‘তোমাদের প্রতিপালক বলেন, “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।”   [সুরা মুমিন (৪০): ৬০]

সুতরাং পরম করুণাময় আল্লাহর এই আশ্বাসে বিশ্বাস রেখে, আসুন, পবিত্র কোরআন থেকে শেখা দোয়াসমূহ, অর্থ বুঝে পাঠ করে, সুসময়, দুঃসময় – সর্বাবস্থায় আমরা আল্লাহর অনুগ্রহ এবং নৈকট্য লাভের চেষ্টা করি ।

header05