Dua when you see someone less than you in wealth or children (ধনে ও সন্তানে অভাবগ্রস্ত কাউকে দেখলে)

 

ধনে ও সন্তানে (নিজের তুলনায়) অভাবগ্রস্ত কাউকে দেখলে এবং নিজের অবস্থা অন্যের থেকে অনেকাংশে উৎকৃষ্টতর মনে হলে, অহংকারী না হয়ে নিম্নোক্ত  দোয়া পড়তে হবে :

kahaf 39

[su_spoiler title=”Transliteration”] Mā Shā’Al-Lahu Lā Qūwata illā Bil-Lah [/su_spoiler]

‘আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই।’   [ সুরা কাহাফ(১৮) : ৩৯]

‘What Allah willed (has occurred); there is no power except with Allah.’  [ Sura Al-Kahf (18) : 39]