Dua seeking protection from all kinds of evil (সব রকম অনিষ্ট থেকে সুরক্ষার দোয়া)

 

 

falaq (qul chhara)

[su_spoiler title=”Transliteration”]A`ūdhu Birabbil-Falaq Min Sharri Mā Khalaq Wa Min Sharri Ghāsiqin ‘Idhā Waqab Wa Min Sharrin-Naffāthāti Fīl-`Uqad Wa Min Sharri Ĥāsidin ‘Idhā Ĥasad[/su_spoiler]

“আমি আশ্রয় নিচ্ছি প্রভাতের স্রষ্টার; তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে ; অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয় এবং সে সমস্ত নারীর অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফূত্কার দিয়ে জাদু করে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।” [সুরা ফালাক (১১৩) : ১-৫]

“I seek refuge in the Lord of the Dawn; from the evil of what He created; and from the evil of darkness when it settles/spreads; and from the evil of the women who blow in knots, and from the evil of an envier when he envies.”   [ Sura Falaq (113) : 1-5]